যে দাবিতে কুয়েটে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

যে দাবিতে কুয়েটে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শতাধিক শিক্ষার্থী। রোববার (১৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এর আগে, একই দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জমা দেন।

শিক্ষক ও শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে দেড় শতাধিক শিক্ষার্থী কুয়েটের প্রধান ফটকের সামনে জড়ো হন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, বিকেল ৩টার দিকে তারা আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।

বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে। তারা শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করলেও জানান, সিন্ডিকেট সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো খোলা সম্ভব নয়। এদিকে ক্যাম্পাসের দুটি প্রবেশপথে পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এর পরিপ্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয়ের কিছু আইনগত বিষয় রয়েছে। তবে আমরা আশা করছি, অচিরেই সমস্যার সমাধান হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *