রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেলের সামনে বন্দুকবাজের হামলায় একজন নিহত
রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনের ফাঁকা জায়গায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) ভোরে। হামলার পর অভিযুক্তরা পালিয়ে গেছে।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধ ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা আচমকা গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের তথ্য ও হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

