রাজশাহী ও চিটাগংয়ের মালিককে যে হুঁশিয়ারি দিলেন ক্রীড়া উপদেষ্টা

রাজশাহী ও চিটাগংয়ের মালিককে যে হুঁশিয়ারি দিলেন ক্রীড়া উপদেষ্টা

চলমান বিপিএলে পেমেন্ট ইস্যু যেন একটুও কমছে না। বিপিএলের গ্রুপ পর্ব শেষ হলেও এখনও পেমেন্ট দেননি দুর্বার রাজশাহীর মালিক।

এছাড়া, চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী ইমনের পেমেন্ট নিয়ে রসিকতা করেছেন। এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুরে বরিশাল ও চিটাগংয়ের ম্যাচ দেখতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আসিফ।

তিনি বলেন, “এবারের বিপিএলে আমরা কিছু নতুনত্ব আনতে চেয়েছি, সেটা আপনারা দেখেছেন। তবে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এসব বিষয় নিয়ে এনএসসির পক্ষ থেকে একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। ফিক্সিংয়ের যে অভিযোগ উঠেছে, সেটি অনুসন্ধানে বিসিবি একটি স্বাধীন ও স্বতন্ত্র কমিটি গঠন করবে। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করবো।”

রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার বিষয়ে আসিফ বলেন, “দুটি টিমের খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যে সমস্যা ছিল, সে বিষয়ে আমি টিম মালিকদের সঙ্গে সরাসরি কথা বলেছি। আমি আপনাদের আশ্বস্ত করছি, খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।”

তিনি আরও বলেন, “আমরা পেমেন্ট নিয়ে কথা বলেছি। যদি পেমেন্ট না দেয়, তাহলে আর কিছু বলব না। আমরা অন্য ব্যবস্থা গ্রহণ করব।”

অন্যদিকে, ব্যক্তিগত কারণে পারভেজ ইমনকে পারিশ্রমিক না দেওয়ার কথা বলেছেন সামির কাদের চৌধুরী। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার টাকা গাছে ধারে না।”

এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, “এটা খুবই দুঃখজনক। কোনো ক্রিকেটারের ব্যাপারে এভাবে মন্তব্য করা উচিত নয়। আমি বিসিবিকে বলেছি, এ বিষয়ে পদক্ষেপ নিতে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *