রিয়াল মাদ্রিদের জোড়া ইনজুরি

রিয়াল মাদ্রিদের জোড়া ইনজুরি

বড় অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।লস ব্লাঙ্কোসদের স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহাল ফুটবলারদের জন্য ভয়ঙ্কর আতঙ্ক অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) পড়েছেন চোটে । ফলে তাকে যে রিয়াল লম্বা সময়ের জন্য হারাল তা বলাই বাহুল্য। আগেই চোট নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস জুনিয়র। তার সর্বশেষ অবস্থা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।

যোগ করা সময়ে একটি বল ক্লিয়ার করতে গিয়ে চোট পান কারভাহাল। অভিজ্ঞ এই স্প্যানিশ তারকা পায়ে প্রচণ্ড আঘাত পেয়ে ব্যথায় কাতরাতে থাকেন। পরে অশ্রুসিক্ত চোখে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। সাধারণত এসিএল ইনজুরিতে পড়লে এক খেলোয়াড়কে ৬-৮ মাস মাঠের বাইরে থাকতে হয়। যা নিঃসন্দেহে রিয়াল ও স্পেনের জন্য বড় ধাক্কা। মাঠে ৩২ বছর বয়সী এই ডিফেন্ডারের কাতরানো দেখে পুরো দলই সেখানে জটলা পাকান। থমথমে অবস্থা ছিল ডাগআউটেও।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *