রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে লিটন দাস

রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে লিটন দাস

দীর্ঘ পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১১ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে। তবে সিরিজের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই ব্যাটার—অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।

মুশফিক সিরিজের দ্বিতীয় টেস্টে ঢাকায় নামবেন নিজের শততম টেস্টে, যা বাংলাদেশের প্রথম। অন্যদিকে, লিটন দাস গুরুত্বপূর্ণ মাইলফলকের অপেক্ষায় আছেন। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে তিন হাজার রানের ক্লাবে প্রবেশের সুযোগ এখন তার হাতছানিতে।

এখন পর্যন্ত ৫১ টেস্টে লিটনের সংগ্রহ ২৯২৯ রান; মাত্র ৭১ রান করলেই তিনি তিন হাজার রানের দফতরে নাম লিখাবেন। তার ক্যারিয়ারে রয়েছে ১৮টি অর্ধশতক ও ৪টি শতকের ইনিংস। লিটনের টেস্ট অভিষেক হয়েছিল ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে ফতুল্লায়।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিকুর রহিম, ঝুলিতে ৬৩২৮ রান। দ্বিতীয় স্থানে তামিম ইকবাল (৭০ টেস্টে ৫১৩৪ রান), তৃতীয় মুমিনুল হক (৪৬২৭) এবং চতুর্থ সাকিব আল হাসান (৪৬০৯)। প্রথম বাংলাদেশি হিসেবে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, যার সংগ্রহ ৩০২৬ রান; লিটন ঠিক তার ওপরে পঞ্চম স্থানে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *