রোনালদোকে ছাড়াই বড় জয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পর্তুগাল

রোনালদোকে ছাড়াই বড় জয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পর্তুগাল

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই আর্মেনিয়াকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাকা করেছে পর্তুগাল। রোববার পোর্তোতে অনুষ্ঠিত গ্রুপ–এফ এর শেষ ম্যাচে দুর্দান্ত এই জয় তুলে নেয় তারা। ম্যাচে হ্যাটট্রিক করেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস।

হাঙ্গেরির সঙ্গে ড্র ও আয়ারল্যান্ডের কাছে হারের পর এ ম্যাচটাই ছিল পর্তুগালের শেষ ভরসা। সেই সুযোগ কাজে লাগিয়ে টানা সপ্তমবারের মতো বিশ্বকাপে উঠল দলটি।

শুরুর বাঁশি বাজতেই পর্তুগাল আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। সপ্তম মিনিটে আসে প্রথম গোল। এরপর রামোস প্রতিপক্ষের ভুলে দ্বিতীয় গোল করেন। মাঝমাঠ থেকে নেভেস করেন তৃতীয় গোল, পরে দুর্দান্ত ফ্রি–কিকে নিজের দ্বিতীয় গোলও যোগ করেন তিনি।

পেনাল্টি থেকে দলের পঞ্চম গোলটি করেন ফার্নান্দেজ। বিরতির পর আরও একটি গোল করে ব্যবধান বাড়ান তিনি। পরে আরেকটি পেনাল্টি থেকে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এই মিডফিল্ডার। নেভেসও নিজের হ্যাটট্রিক পূরণ করেন। শেষ দিকে কনসেইসাও নবম গোল করে বড় জয় নিশ্চিত করেন।

এদিকে রোনালদো এই ম্যাচে ছিলেন নিষিদ্ধ। আগের ম্যাচে সরাসরি লাল কার্ড ও অশোভন আচরণের কারণে তার ওপর আরও বড় নিষেধাজ্ঞা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচেও তাকে দর্শকসারিেই থাকতে হতে পারে। তবে তাকে ছাড়া দল কেমন পারফর্ম করতে পারে—আর্মেনিয়ার বিপক্ষে তারই প্রমাণ রেখে গেল পর্তুগাল।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *