শিরোনাম :
বাংলাদেশি ব্যাটারদের জাচ্ছেতা পারফরম্যান্স দেখে রেগে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সালাউদ্দিন প্রথমদিনে সাড়ে ৬ লাখ, ২০তম দিনেও আয়ে চমক দেখাল জংলি ৪ না মেরে ছক্কা হাঁকানোয় বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বদলে বাংলাদেশ বাংলাদেশকে আটকে দিতে ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের কত রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজ ১৬৭ রানের টার্গেট কত ওভারে জিতলে বিশ্বকাপ থেকে বাদ পড়বে বাংলাদেশ বাংলাদেশে ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে খেলা নিয়ে মুখখুললেন সাকিব আল হাসান পিএসএলের ৯ বছরের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লেন রিশাদ হোসেন পিএসএলে বিগত ৯ বছর পর এক বিরল কীর্তি করলেন রিশাদ দেশের পর এবার যুক্তরাষ্ট্রেও চমক দেখাল শাকিবের বরবাদ জিম্বাবুয়ে সিরিজের আগে নতুন কোচ নিল বাংলাদেশ বিসিবিতে মুজিব শতবর্ষে যে দুর্নীতির আলামত পেয়েছে দুদক ড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকার কারন জানালেন ফারুকী অধিনায়কত্ব ফিরেই ভেলকি দেখালেন ধোনি কলকাতা যে বাসা এখন আওয়ামী লীগের ‘সদর দপ্তরে’ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস একনজরে দেখে নিন উন্ড রবিন লিগের খেলা শেষে, সুপার লিগ খেলবে যে ৬ দল যে কারনে বিসিবি ৪ ম্যাচ নিষিদ্ধ করল হৃদয়কে যে দাবিতে কুয়েটে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা সামিটে দেড় কোটি খরচে, যত বিনিয়োগ এসেছে জানালেন আশিক ৬,৬,৬,৬,৪,৪,৪,৪ ডিপিএলে সাব্বিরের ব্যাটিং ঝড়

লিগ পর্বের শেষ দিনে চার দলের প্লে অফের জন্য যে সমীকরণ

মাহমুদুল হাসান / ৫৪ বার দেখা হয়েছে
প্রকাশকাল: রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। আজ দুটি ম্যাচের মাধ্যমে শেষ হবে গ্রুপ পর্ব। এরপর শুরু হবে প্লে-অফের লড়াই। তবে শেষ দিনে দুই ম্যাচের ওপর নির্ভর করছে চার দলের প্লে অফের লড়াই।

আজ মাঠে নামছে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস, তবে তাদের কোনো সমীকরণেই নেই। ঢাকা ইতিমধ্যে আসর থেকে ছিটকে যাওয়ায় কোনও সমীকরণ নেই। আর শেষ দিনে খুলনা আর চিটাগং কিংসের ম্যাচের ফল নির্ভর করছে কে যাবে প্লে অফে লড়াইয়ে।

খুলনা ও রাজশাহী মুখোমুখি না হলেও, তাদের ভাগ্য নির্ধারণ হবে আজকের ম্যাচের ফলাফলে। অন্যদিকে চিটাগং কিংস ও রংপুর রাইডার্স লড়বে কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়ার জন্য। ১২ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে রাজশাহী রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। তাদের ভাগ্য এখন নির্ভর করছে ঢাকা-খুলনা ম্যাচের ওপর। যদি খুলনা জিতে, তবে রাজশাহীর সমান ১২ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে বাদ পড়তে হবে রাজশাহীকে।

এদিকে খুলনার বর্তমান নেট রান রেট +০.০৫০, আর রাজশাহীর -১.০৩০। তবে যদি খুলনা হেরে যায়, তাহলে রাজশাহী জায়গা করে নেবে প্লে-অফের এলিমিনেটর রাউন্ডে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বরিশাল ও চিটাগং। এই ম্যাচে বরিশালের জয় কামনা করবে রংপুর রাইডার্স। কারণ, বরিশাল যদি জেতে, তাহলে কোয়ালিফায়ারে চলে যাবে রংপুর, যেখানে হারলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকবে।

অন্যদিকে চিটাগং যদি বরিশালকে হারায়, তাহলে তারাই কোয়ালিফায়ারে যাবে, আর রংপুরকে নামতে হবে এলিমিনেটরে। এই ম্যাচে জয় পেলে বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো বরিশাল এক আসরে সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠবে। অন্যদিকে, চিটাগংয়ের এলিমিনেটর খেলা নিশ্চিত হলেও কোয়ালিফায়ারে যেতে হলে তাদের আজ জিততেই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *