লিগ পর্বের শেষ দিনে চার দলের প্লে অফের জন্য যে সমীকরণ

লিগ পর্বের শেষ দিনে চার দলের প্লে অফের জন্য যে সমীকরণ

শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। আজ দুটি ম্যাচের মাধ্যমে শেষ হবে গ্রুপ পর্ব। এরপর শুরু হবে প্লে-অফের লড়াই। তবে শেষ দিনে দুই ম্যাচের ওপর নির্ভর করছে চার দলের প্লে অফের লড়াই।

আজ মাঠে নামছে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস, তবে তাদের কোনো সমীকরণেই নেই। ঢাকা ইতিমধ্যে আসর থেকে ছিটকে যাওয়ায় কোনও সমীকরণ নেই। আর শেষ দিনে খুলনা আর চিটাগং কিংসের ম্যাচের ফল নির্ভর করছে কে যাবে প্লে অফে লড়াইয়ে।

খুলনা ও রাজশাহী মুখোমুখি না হলেও, তাদের ভাগ্য নির্ধারণ হবে আজকের ম্যাচের ফলাফলে। অন্যদিকে চিটাগং কিংস ও রংপুর রাইডার্স লড়বে কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়ার জন্য। ১২ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে রাজশাহী রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। তাদের ভাগ্য এখন নির্ভর করছে ঢাকা-খুলনা ম্যাচের ওপর। যদি খুলনা জিতে, তবে রাজশাহীর সমান ১২ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে বাদ পড়তে হবে রাজশাহীকে।

এদিকে খুলনার বর্তমান নেট রান রেট +০.০৫০, আর রাজশাহীর -১.০৩০। তবে যদি খুলনা হেরে যায়, তাহলে রাজশাহী জায়গা করে নেবে প্লে-অফের এলিমিনেটর রাউন্ডে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বরিশাল ও চিটাগং। এই ম্যাচে বরিশালের জয় কামনা করবে রংপুর রাইডার্স। কারণ, বরিশাল যদি জেতে, তাহলে কোয়ালিফায়ারে চলে যাবে রংপুর, যেখানে হারলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকবে।

অন্যদিকে চিটাগং যদি বরিশালকে হারায়, তাহলে তারাই কোয়ালিফায়ারে যাবে, আর রংপুরকে নামতে হবে এলিমিনেটরে। এই ম্যাচে জয় পেলে বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো বরিশাল এক আসরে সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠবে। অন্যদিকে, চিটাগংয়ের এলিমিনেটর খেলা নিশ্চিত হলেও কোয়ালিফায়ারে যেতে হলে তাদের আজ জিততেই হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *