লেবাননে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার (৮ নভেম্বর) দুইটি পৃথক স্থানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় একটি গাড়িতে থাকা দুই ভাই নিহত হয়েছেন, আর অন্য স্থানে কমপক্ষে সাত জন আহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব লেবাননের আইন আতা ও চেবার এলাকার মধ্যবর্তী একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়। নিহত দুই ভাই সেই গাড়িতে ছিলেন। ইসরায়েলি বাহিনী এখনও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননের বিনতে জবাইলে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় সাত জন আহত হয়েছেন। জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সালাহ গান্দুর হাসপাতালের কাছে দুটি ক্ষেপণাস্ত্র গাড়িতে আঘাত করেছে।
এক বছর আগে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও সাম্প্রতিক দিনে লেবাননে হামলার ধারাবাহিকতা ক্রমবর্ধমান। ইসরায়েল প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত লেবাননের ভূখণ্ডে আক্রমণ চালাবে ও দখল বজায় রাখবে, ততক্ষণ তারা অস্ত্র ছাড়বে না।

