প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের একটি বটবাহিনী তাকে টার্গেট করছে। তিনি উল্লেখ করেছেন, এই কার্যক্রমকে তিনি ‘খুবই ভয়াবহ’ বলে মনে করছেন।
সোমবার (১৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ও সাইবার নিরাপত্তা সচেতনতামূলক অনুষ্ঠানে শফিকুল আলম জানান, তারই সঙ্গে তার স্ত্রী, মেয়ে ও আত্মীয়-স্বজনদের ছবিও বিকৃতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, “এত ভয়াবহভাবে ছবিগুলো ব্যবহার করা হয়েছে যে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।”
শফিকুল আলম আরও জানান, “তারা শুধু শেয়ার করছে না, পুরো অনলাইন স্পেসে আমার পরিবার ও আত্মীয়-স্বজনদের ছবি ছড়িয়ে টার্গেট করছে। এই অভিজ্ঞতা এতটাই তীব্র যে আমাকে আমার ভাই-বোনসহ আত্মীয়দের আনফ্রেন্ড করতে হয়েছে।”
তিনি উল্লেখ করেছেন, “গত ১০ বছরে যাদের সঙ্গে ছবি তুলেছি, সেগুলো সব সরাতে হয়েছে। অনেক বছর পরে এসে বুঝলাম—এটা কত বড় সমস্যা।”