শাকিব খানের ঢাকা ক্যাপিটালস লিটনকে বাদ দিয়ে চমক দিয়ে অধিনায়কের নাম ঘোষণা করলো

শাকিব খানের ঢাকা ক্যাপিটালস লিটনকে বাদ দিয়ে চমক দিয়ে অধিনায়কের নাম ঘোষণা করলো

আর একদিন পরেই শুরু হচ্ছে বিপিএলের একাদশতম আসর। দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগে এবারের আসরে নতুন মালিকানায় প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা ক্যাপিটালস। ঢালিউডের মেগাস্টার শাকিব খানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ এবং কৌতূহল।

এবার, মাঠের বাইরের কার্যক্রমও জোরেসোরে চললেও দলটি তাদের অধিনায়ক ঘোষণা করেছে। অনেকেই ধারণা করেছিলেন, ঢাকা ক্যাপিটালসে নেতৃত্ব দেবেন দেশের জনপ্রিয় উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকে। দলের ম্যানেজমেন্ট তার ওপর আস্থা রেখে তাকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে।

এখন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছে ঢাকা দল, যার মধ্যে লিটন কুমার দাস ছাড়াও বাংলাদেশের একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড

দেশি খেলোয়াড়রা:
মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দীপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান

বিদেশী খেলোয়াড়রা:
থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফরমানুল্লাহ সাফি (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া), শুভম শুভ রঞ্জনা (মার্কিন যুক্তরাষ্ট্র)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *