শাকিব খানের দলের ব্যর্থতার ব্যাখ্যা দিলেন বিদেশি ক্রিকেটার

শাকিব খানের দলের ব্যর্থতার ব্যাখ্যা দিলেন বিদেশি ক্রিকেটার

গতকাল দিনের ম্যাচে চিটাগাং কিংসের জয়ে আগেই আসর থেকে ছিটকে গিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তাই ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য কেবলই নিয়ম রক্ষার ছিল। এমন ম্যাচেও রূপ বদলায়নি ক্যাপিটালস ব্যাটিং লাইন-আপের। বরং মাত্র ৭৩ রানে অলআউট হয়েছে তারা। ছোট লক্ষ্য ৮১ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বরিশাল।

বাজে হারের পর দলটির বিদেশি ক্রিকেটার জেপি কোটজে এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে জানান কম রানে আউট হওয়ার ব্যাখা।

কোটজে বলেন, ‘আসলে আমার মনে হয় না উইকেট এতটাও কঠিন ছিল। দেখবেন যে তারা (বরিশাল) কীভাবে ব্যাট করেছে। তারা শুরু থেকেই আগ্রাসী ছিল। রান বের করেছে। আর আমরা একের পর এক উইকেট হারিয়ে গিয়েছি। কোনো ব্যাটারই ভালো করেনি। না সিঙ্গেল পেয়েছি না বাউন্ডারি বের করতে পেরেছি। কিছুই কাজে দেয়নি। উইকেট এত খারাপ ছিল না। আমরাই খারাপ খেলেছি।’

নিজের ব্যাটিং নিয়ে কোটজে বলেন, ‘ক্রিজে স্টাক হয়ে ছিলাম। রান বের করতে পারছিলাম না। সিঙ্গেল পাচ্ছিলাম না। (মোহাম্মদ) নবী অনেক স্মার্ট বোলার। আমাকে সামনে আসতে দেখে সে ওয়াইড বল করে দিয়েছে। কিছুটা শক্ত হাতে শুরু থেকে চালিয়ে খেলা উচিত ছিল হয়ত। স্মার্ট বোলিংয়ে নবী আজকে আমাকে হারিয়ে দিয়েছে।’

মিরপুর এবং সিলেটের পিচ নিয়ে কোটজে বলেন, ‘(সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানে) পিচের ভূমিকা আছে। ২৫০ রান আমরা সিলেটে করেছি, সেখানে দারুণ উইকেট। আজকে চিটাগং জেতায় আমরা বাদ পড়ে গেছি। ফলে আমরা আগেই জানতাম আমরা বাদ। এখানে কিছু একটা ঘাটতি ছিল হয়ত। দিনশেষে ক্রিকেট খেলা এমনই। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কাছে ৬৮ রানে অলআউট হয়েছে, আবার ৪০০+ রানও করেছে। এটাই ক্রিকেট আসলে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *