মুশফিকুর রহিমকে অনেক নামে ডাকা হয়—মুশফিক, মুশি, কিংবা ‘মিস্টার ডিপেন্ডেবল’। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাকে স্নেহভরে ডাকেন ‘বান্টু দা’। সেই বিশেষ নামটি ব্যবহার করেই শততম টেস্টে নামা মুশফিককে শুভেচ্ছা জানালেন মাশরাফি।

বুধবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ‘মুশফিক, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তুমি ১০০ টেস্টের মাইলফলকে পৌঁছালে। আমাদের ক্রিকেটের বাস্তবতায় এটি অসাধারণ সাফল্য। টেস্ট ক্রিকেটের প্রতি তোমার ভালোবাসা, নিবেদন ও প্যাশন সত্যিই অনন্য। ২০ বছরেরও বেশি সময় ধরে এভাবে টপ লেভেলে খেলে যাওয়া গর্বের।’
মজার ছলে আদরের সেই ডাক ‘বান্টু দা’ ব্যবহার করে তিনি আরও লেখেন, ‘তোমাকে দেখে তরুণ ক্রিকেটাররা অনুপ্রাণিত হবে, টেস্টে দীর্ঘ ক্যারিয়ার গড়তে উৎসাহ পাবে। দোয়া করি, যতদিন খেলবে, দেশের জন্য আরও অবদান রাখতে পারো। শুভকামনা মুশফিকুর রহিম (বান্টু দা)।’
আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে দুর্দান্ত ফর্মে আছেন মুশফিক। ইতোমধ্যে অর্ধশতক পেরিয়ে সেঞ্চুরিরও পথে। যদি তিন অঙ্কে পৌঁছাতে পারেন, তবে শততম টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নতুন ইতিহাস রচনা করবেন তিনি।

