ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ সিলেটে প্রথম ইনিংসে বিপুল রানের পাহাড় গড়েছে। তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে টাইগাররা ৪ উইকেট হারিয়ে ৪৪৭ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় এবং আয়ারল্যান্ডকে ১৬১ রানের লিডে ফেলে।
বাংলাদেশ ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। ক্রিজে ছিলেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। দিনের শুরুতেই দুজনই বিদায় নেন। মাহমুদুল জয় ২৮৬ বল খেলে ১৭১ রানের দারুণ ইনিংস খেলেন, যার মধ্যে ১৪টি চার ও ৪টি ছক্কা ছিল। এক ওভার পরে ১৩২ বলে ৮২ রান করা মুমিনুল হকও সাজঘরে ফিরে যান। দুজনকেই আউট করেন আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি।
চার নম্বরে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং শুরু করেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৬১ রান করে অপরাজিত থাকেন এবং ফিফটি পূর্ণ করেন। পাঁচে নামা মুশফিকুর রহিম ৫২ বলে ২৩ রান করে আউট হন। লিটন দাস ২৪ বলে ১৯ রান করে দলের ক্রিজে আছেন।
আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ব্যারি ম্যাককার্থি ও ম্যাথু হামফ্রেস।
বাংলাদেশের অবস্থান: ৪ উইকেট হারিয়ে ৪৪৭ রান, লিড ১৬১।

