হংকং সিক্সেস টুর্নামেন্টের প্লেট পর্বের ফাইনালে নাটকীয়ভাবে হারতে হলো বাংলাদেশ দলকে। শেষ তিন বলে ১৭ রান দরকার ছিল স্বাগতিক হংকংয়ের, কিন্তু বাংলাদেশের অধিনায়ক আকবর আলীর শেষ তিন বলেই ছক্কা হাঁকিয়ে দলকে জেতান আইজাজ খান। ফলে ১ উইকেটের জয় তুলে নেয় হংকং।
শেষ ওভারের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ওভারের প্রথম দুই বলেই ছক্কা মারেন আইজাজ, এর সঙ্গে দুটি ওয়াইড দেন আকবর। শেষ পর্যন্ত ওই ওভারে মোট ৩২ রান খরচ করেন তিনি, যার মধ্যে ছিল ৫টি ছক্কা। সেই দুর্দান্ত ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আইজাজ খান।
রোববার (৯ নভেম্বর) হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৬ ওভারে ৫ উইকেটে তোলে ১২০ রান। অধিনায়ক আকবর আলী খেলেন ঝড়ো ইনিংস—১৩ বলে ৫১ রান, যেখানে ছিল ৭ ছক্কা ও ১ চার। তাঁর সঙ্গে আবু হায়দার ৮ বলে ২৮ (৪ ছক্কা, ১ চার) ও জিশান আলম ৭ বলে ২৭ (৩ ছক্কা, ২ চার) রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে হংকংয়ের জয়ের নায়ক আইজাজ খান। ২১ বলে ৮৫ রানের বিস্ফোরক ইনিংসে ১১ ছক্কা ও ৪ চার হাঁকিয়ে দলকে ফাইনালে জয় এনে দেন তিনি। তাঁর সঙ্গে নিজাকাত খান ১০ বলে করেন ২৮ রান। এই জয়ে প্লেট পর্বের ফাইনালের ট্রফি নিজেদের করে নেয় স্বাগতিক হংকং।

