ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নতুন মাইলফলক ছুঁয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির পর ৭৮২ রেটিং পয়েন্ট পেয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো উঠেছেন এক নম্বরে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে দুইয়ে নেমে গেছেন ভারতের রোহিত শর্মা।
৩৪ বছর বয়সী মিচেল নিউজিল্যান্ডের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার, যিনি ওয়ানডেতে এক নম্বরে উঠলেন। এর আগে ১৯৭৯ সালে কিংবদন্তি গ্লেন টার্নার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। মার্টিন ক্রো, রস টেলর, মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের মতো তারকারা শীর্ষ পাঁচে বহুবার জায়গা করলেও শীর্ষস্থান দখল করতে পারেননি।
এদিকে শ্রীলঙ্কাকে ৩–০ ব্যবধানে হারানোর পর পাকিস্তানের কয়েকজন খেলোয়াড় র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। ব্যাটিং বিভাগে মোহাম্মদ রিজওয়ান পাঁচ ধাপ উঠে ২২তম, ফখর জামান পাঁচ ধাপ এগিয়ে ২৬তম স্থানে।
বোলিং র্যাঙ্কিংয়ে পাকিস্তানের আবরার আহমেদ বিশাল উন্নতি করে ১১ ধাপ উঠে নবম স্থানে জায়গা করে নিয়েছেন। তালিকার এক নম্বরে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান।
ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা উঠে এসেছেন শীর্ষ পাঁচে। চোটে পড়েও ভারতের অধিনায়ক শুভমান গিল দুই ধাপ এগিয়ে এখন ১১তম স্থানে।
বোলিং বিভাগে ভারতের জাসপ্রিত বুমরাহ শীর্ষস্থান ধরে রেখেছেন। কুলদীপ যাদব দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৩তম, আর রবীন্দ্র জাদেজা চার ধাপ উঠে ১৫তম স্থানে।
দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন এক ধাপ উঠে ১১তম এবং সাইমন হার্মার ২০ ধাপ লাফিয়ে ২৪তম স্থানে পৌঁছেছেন। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে জানসেন এক ধাপ এগিয়ে হয়েছেন পঞ্চম।

