সংবাদ সম্মেলনে তাসকিনের ৭ উইকেটের নেপথ্যে মজার ঘটনা জানালেন

সংবাদ সম্মেলনে তাসকিনের ৭ উইকেটের নেপথ্যে মজার ঘটনা জানালেন

বিপিএল ইতিহাসে সেরা বোলিং ফিগারের মালিক এখন তাসকিন আহমেদ। ৪ ওভার বল করে ১৯ রান খরচায় ৭ উইকেট শিকার করেছেন তিনি। শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন এই বোলার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিনকে প্রশ্ন করা হয়, ৭ উইকেট পাওয়ার বিষয়টি তিনি ভাবছিলেন কি না। জবাবে তাসকিন বলেন, “ভেবেছিলাম না, আসলে ভাবলে হতো না। হ্যাঁ, উইকেট পেতে কিছুটা সৌভাগ্যও লাগে। তবে আমি খুশি যে আলহামদুলিল্লাহ, আমি যেটা করতে চাচ্ছিলাম, সেটা এক্সিকিউট করতে পেরেছি। আসলে ভালো বোলিং করতে পারাটাই গুরুত্বপূর্ণ। উইকেট কখনো কম বা বেশি হতে পারে, আল্লাহর কাছে শুকরিয়া।”

তাসকিন আরও বলেন, “আজকে একটা মজার ঘটনা ছিল যে আমাদের টিমের মেসেয়ার আনোয়ার বলছিলেন, ‘তুমি আজকে চার উইকেট পাবে।’ আমি বললাম, ‘আল্লাহর কাছে বেশি চাইলে ৮ উইকেটও হতে পারে।’ ৭ উইকেট পেয়ে গেছি, আলহামদুল্লাহ। আমি আমার পরিকল্পনা এক্সিকিউট করতে পারছি এবং টিমকে জয় এনে দিতে পারছি, এটা ভালো লাগছে।”

৮ উইকেট পেতে পারতেন কি না এমন প্রশ্নে তাসকিন বলেন, “না, আসলে আমি অতটা লোভী ছিলাম না। বেশি লোভ করলে হয়তো হাফ ভলি আসতে পারত। তবে আমি জানতাম, আমি কোন সময়টা ক্লিয়ার ছিলাম। সিচুয়েশন অনুযায়ী কী করতে হবে, সেটা বুঝে কাজ করেছি। ভালো লাগছে যে ক্যাপ্টেন আমাকে বিশ্বাস করে নিয়ে এসে আমাকে ব্রেক থ্রু এনে দেওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলillah।”

এছাড়া, নিজের অনুভূতি নিয়ে তাসকিন বলেন, “ফাইফার যে কোনো ফরম্যাটেই অনেক বিশেষ ব্যাপার। অনেকবার তিন বা চার উইকেট পেয়েছি, কিন্তু পাঁচটা উইকেট পেতে লাকও লাগে। আলহামদুল্লাহ, এটা আমার জন্য বড় পাওয়া। যেহেতু আমি বাংলাদেশের ছেলে, বিপিএল ইতিহাসে আমার একটা নাম থাকবে, খেলা ছাড়ার পরও। এটা আমার জন্য একটি গর্বের মুহূর্ত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *