ভারতের জম্মু-কাশ্মীরের তরুণ ক্রিকেটার ফারিদ হুসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গত ২০ আগস্ট স্কুটার দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রতিভাবান ক্রিকেটার।
কিভাবে ঘটেছিল দুর্ঘটনা?
সেদিন স্কুটার চালিয়ে যাচ্ছিলেন ফারিদ। রাস্তার পাশে একটি গাড়ি দাঁড়ানো ছিল। ঠিক সেই মুহূর্তে গাড়ির ভেতরে থাকা একজন হঠাৎ দরজা খুলে দেন। দ্রুতগামী স্কুটারটি দরজার সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত হন ফারিদ হুসেন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলেও মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে বাঁচানো যায়নি।
পুলিশের তদন্ত
ঘটনাটি কাছের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ফুটেজের ভিত্তিতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।
কাশ্মীরি ক্রিকেটে অপূরণীয় ক্ষতি
ফারিদ হুসেনকে স্থানীয় লিগে ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হতো। অল্প বয়সেই নজর কাড়েন তিনি এবং জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছিলেন। তার অকাল মৃত্যু কাশ্মীরি ক্রিকেটে বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।