মুশফিকুর রহিমের ঐতিহাসিক সেঞ্চুরি: শততম টেস্টে প্রথম বাংলাদেশি ব্যাটারের অনন্য কীর্তি
দিনের চতুর্থ বলেই শ্বাসরুদ্ধকর এক মুহূর্ত। ম্যাথিউ হামফ্রেসের ডেলিভারিতে প্যাডে বল লাগলে জোরালো আবেদন তুলে আইরিশরা। তবে আম্পায়ারের সিদ্ধান্ত না দেওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাংলাদেশি সমর্থকরা। পরের বলটিও ব্যাটের কানায় না লেগে কিপারের হাতে জমা পড়লে মুশফিকের অপেক্ষা আরও এক ওভার বাড়ে।
অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটে জর্ডান নেইলের পরের ওভারে। তৃতীয় বলটিতে নেওয়া একটি সিঙ্গেলই ইতিহাসের দুয়ার খুলে দেয়। শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্ব ক্রিকেটের মাত্র ১১তম ব্যাটার হলেন মুশফিকুর রহিম; একই সঙ্গে এই কীর্তিতে প্রথম বাংলাদেশি।
এতেই শেষ নয়—এই সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩টি টেস্ট সেঞ্চুরির রেকর্ডে যৌথভাবে উঠে এলেন তিনি। তার পাশে এখন মুমিনুল হক।
প্রথম দিনের প্রথম সেশনেই যখন ৯৫ রানে ৩ উইকেট পড়ে বাংলাদেশ বিপাকে ছিল, তখনই চাপ সামলাতে নামেন মুশফিক। মুমিনুল হকের সঙ্গে ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের হাল ধরেন। মুমিনুল আউট হলে লিটন দাসকে সঙ্গে নিয়ে আরও একটি কার্যকর জুটি গড়ে তোলেন তিনি।
অবশেষে ১৯৫ বল মোকাবিলা করে ৫টি চার সমৃদ্ধ ইনিংসে নিজের শততম টেস্টকে রাঙান সেঞ্চুরিতে—এক অনন্য মাইলফলকে দাঁড়িয়ে।

