সব ঘটনার পর সরাসরি ফাহিম-মঞ্জুরুলের পক্ষ নিয়ে যাকে দোষারোপ করলেন জ্যোতি

সব ঘটনার পর সরাসরি ফাহিম-মঞ্জুরুলের পক্ষ নিয়ে যাকে দোষারোপ করলেন জ্যোতি

জ্যোতির দৃষ্টিভঙ্গি: জাহানারা আলমের অভিযোগ ‘ব্যক্তিগত স্বার্থ’ হিসেবে উড়িয়ে দিয়েছেন

গতকাল নিগার সুলতানা জ্যোতি জাহানারা আলম ইস্যু নিয়ে একটি ইন্টারভিউ দেন। তিনি দাবি করেন, জাহানারা আলম ব্যক্তিগত স্বার্থের কারণে নারী ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অভিযোগ তুলেছেন। জ্যোতি সরাসরি এই অভিযোগগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এবং বলছেন, তিনি নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও নাজমুল আবেদিন ফাহিমের পক্ষে অবস্থান করছেন।

জ্যোতির বক্তব্য অনুযায়ী, জাহানারা আলম শুধুমাত্র মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ব্যক্তিগত হ্যারেসমেন্টের অভিযোগ তুলেছেন। তিনি কাউকে প্রকাশ্যে ফাঁস করার চেষ্টা করেননি। অন্যদিকে, নাজমুল আবেদিন ফাহিমের বিষয়ে কোনো অভিযোগ করেননি। জাহানারার সাহসিকতার কারণে অন্যান্য নারী ক্রিকেটারও মুখ খুলেছেন; যেমন রেশমী আক্তার আদরি ফাহিমের চরিত্রগত বিষয়ে অভিযোগ এনেছেন। এছাড়া, জুনিয়র নারী ক্রিকেটারদের উপর জ্যোতির allegedly আচরণের প্রমাণও প্রকাশ্যে এসেছে।

জ্যোতির কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়টি দেখাচ্ছে যে, তিনি মঞ্জুরুল ও নাজমুল ফাহিমের অভ্যন্তরীণ সিন্ডিকেটের সঙ্গে জড়িত। জাহানারা আলমের অভিযোগগুলোকে নাকচ করা হলেও, তাঁর প্রতিক্রিয়া সেই সিন্ডিকেটের পক্ষে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *