প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “যেকোনো পরিস্থিতিতেই হোক এবং যত চ্যালেঞ্জই আসুক, আমাদের সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে হবে।”
বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির জন্য ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ মানবসম্পদ অপরিহার্য। কিন্তু অসংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশ জটিল চ্যালেঞ্জের মুখে পড়ছে। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের তথ্যানুযায়ী, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য অসংক্রামক রোগ দায়ী। এর মধ্যে ৫১ শতাংশ মৃত্যু ঘটে ৭০ বছরের নিচে বয়সীদের মধ্যে।
তিনি আরও বলেন, এসব রোগে আক্রান্ত হলে মানুষকে বিপুল ব্যয় বহন করতে হয়, বিশেষ করে ক্যান্সারের মতো জটিল রোগে পরিবার আর্থিকভাবে ভেঙে পড়ে। অনেকে বিদেশে চিকিৎসার জন্য উচ্চ ব্যয় করতে বাধ্য হন, ফলে দেশের বাইরে বিপুল অর্থ চলে যায়।
প্রধান উপদেষ্টা মনে করেন, অসংক্রামক রোগ মোকাবিলায় শুধু চিকিৎসা ব্যবস্থা উন্নত করলেই হবে না; বরং জনসচেতনতা, প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য সব মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ প্রয়োজন। তাঁর মতে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার ও গণপূর্তসহ প্রতিটি খাতকেই নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে।