সরাসরি চুক্তিতে ২০২৬ আইপিএলে যে দলে খেলবেন মুস্তাফিজ

সরাসরি চুক্তিতে ২০২৬ আইপিএলে যে দলে খেলবেন মুস্তাফিজ

আইপিএলের সর্বশেষ মৌসুমে বাংলাদেশের কোনো ক্রিকেটার মূল নিলামে নির্বাচিত হননি। তবে শেষ মুহূর্তে মাত্র তিনটি ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। যদিও দলের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা থাকলেও তার খেলানোর সুযোগ সীমিত ছিল।

দুই পর্বে মাত্র তিন ম্যাচে অংশ নেওয়া মুস্তাফিজ ৪ উইকেট শিকার করেন, যার মধ্যে একটি ম্যাচে ৩ উইকেট নেন। পারফরম্যান্সে উজ্জ্বল থাকা এই কাটার মাস্টারের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর রয়েছে।

ভারতীয় গণমাধ্যমে খবর, আসন্ন মিনি নিলামের আগে ১৫ নভেম্বরের মধ্যে দলগুলোকে জানাতে হবে তারা কোন খেলোয়াড়দের রিটেন রাখবে বা ছেড়ে দেবে। গত আসরে মুস্তাফিজকে দিল্লি রিটেন করার সুযোগ ছিল না, তবে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মিনি নিলামে দল চাইলে তাকে আবার দলে অন্তর্ভুক্ত করতে পারে।

দিল্লি ক্যাপিটালস গত মৌসুমে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি। প্রথম সাত ম্যাচে পাঁচ জয় পেলেও দ্বিতীয় পর্বে ছন্দপতনের কারণে শেষ সাত ম্যাচে মাত্র দুইটি জয় পেয়েছে দলটি। শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ হয়।

এবারের মিনি নিলামে দলগুলো স্কোয়াড সাজানোর কাজ শুরু করেছে। মেগা নিলামে চারজন খেলোয়াড় ধরে রাখার নিয়ম থাকলেও মিনি নিলামে এই বাধ্যবাধকতা নেই। ফ্র্যাঞ্চাইজিগুলো ইচ্ছেমতো খেলোয়াড় রিটেন বা ছেড়ে দিতে পারে।

দিল্লির শিবিরে আলোচিত নামের মধ্যে রয়েছেন ওপেনার লোকেশ রাহুল। কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে বলে শোনা যাচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, রাহুলের বিনিময়ে আন্দ্রে রাসেলকে অফার করার কথাও ভাবছে বর্তমান চ্যাম্পিয়ন দল। তবে রাহুলকে এখনই ছাড়তে চায় না দিল্লি।

মুস্তাফিজের প্রতি আগ্রহের কারণে এই মিনি নিলামে তার খেলা নিশ্চিত হওয়া সম্ভব, বিশেষ করে যেহেতু দলটি গত মৌসুমের পারফরম্যান্সের পর স্কোয়াডে পরিবর্তন আনতে চাইছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *