সর্বকালের রেকর্ড ভাঙেদিলো ইলিশের দাম

সর্বকালের রেকর্ড ভাঙেদিলো ইলিশের দাম

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের দাম রেকর্ড ছাড়িয়ে গেছে। বর্তমানে প্রতিকেজি ইলিশের দাম ৫০০ থেকে ৬০০ টাকা বেড়েছে, যা চাঁদপুরের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা।

ইলিশের ভরা মৌসুমে চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। এর ফলে কয়েকদিন ধরে দেশের অন্যতম বৃহৎ ইলিশের খুচরা ও পাইকারি বাজার চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ কমে গেছে। আগে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ মণ ইলিশ সরবরাহ হলেও বর্তমানে তা ১০০ মণের নিচে নেমে এসেছে। ফলে একলাফে দাম বেড়ে গেছে ৫০০ থেকে ৬০০ টাকা।

বর্তমানে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৭০০ থেকে ১৮০০ টাকা। এক কেজির বেশি ওজনের ইলিশের দাম ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। এই অস্বাভাবিক দাম দেখে ক্রেতারা ক্ষুব্ধ।

এক ক্রেতা ইকবাল বলেন, “চাঁদপুরে মাছঘাটে ইলিশের এমন দাম আগে কখনো দেখিনি। আমি অনলাইনে বিক্রির জন্য কিনি, কিন্তু এত দামে ইলিশ কিনতে পারছি না।”

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, মাছঘাটে সরবরাহ অনেক কমে গেছে এবং চাহিদা অনুযায়ী ইলিশ নেই। এই কারণে দাম বেড়েছে ৫০০ থেকে ৬০০ টাকা। দীর্ঘদিন ব্যবসা করে এমন পরিস্থিতি তিনি আগে দেখেননি; দাম বাড়ায় ক্রেতা আসা কমে গেছে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি মানিক জমাদার বলেন, “১৩ অক্টোবর থেকে মাছঘাটে সব ধরনের মাছ বিক্রি নিষিদ্ধ। এখন কর্মব্যস্ততা থাকার কথা, কিন্তু ইলিশের অভাব দেখা দিয়েছে, যার ফলে দামও রেকর্ড হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *