সাকিবের দেশের মাটিতে অবসরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডা: মুহাম্মদ ইউনূস

সাকিবের দেশের মাটিতে অবসরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডা: মুহাম্মদ ইউনূস

কয়েক দিনে আগে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের মাঝে অবসরের ঘোষণা বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বলে দেন এই অলরাউন্ডার। তবে সাকিব টেস্ট ফরমেটে দেশের মাটিতে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে অবসর নেয়ার ইচ্ছে প্রকাশ করেন। যদি তাকে দেশে পর্যপ্ত নিরাপত্তা দেয়া হয় ও দেশের বাইরে যেতে দেয়া হয় তাহলে। এরপর সাকিব ভক্তরা তাকিয়ে আছে সরকারের দিকে।

এই দিকে ডা. ইউনুসের মতে, সাকিবের রাজনৈতিক সিদ্ধান্ত হয়তো ভুল হতে পারে, কিন্তু এতে করে তাঁকে এমন শাস্তি দেওয়ার প্রয়োজন নেই যা দেশের জন্য ক্ষতিকর। তিনি আরও যোগ করেন, “আমরা একটা রত্ন হারাতে যাচ্ছি, রত্নকে আবেগ দিয়ে নয়, বরং বুদ্ধিমত্তা দিয়ে ব্যবহার করতে হবে।”

ডা: ইউনুস বলেন, “সাকিব আল হাসান বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে! বাংলাদেশের পরিচিতি এনে দিয়েছে! তাঁরা আমাদের দেশের সম্পদ! ব্যক্তি সাকিব আল হাসানকে আমি খুব অপছন্দ করি। তাই বলে ক্রিকেটে তাঁর অবদানকে অস্বীকার করা যায় না!অল্প বয়সে এত খ্যাতি, সে তো রক্তে মাংসে গড়া একজন মানুষ! ভুল করতেই পারে!কিন্তু আমরা আমাদের সম্পদকে কেন সঠিকভাবে ব্যবহার করবো না? রাজনীতিতে আসা তাঁর ভুল সিদ্ধান্ত হতেই পারে তাই বলে এত বড় শাস্তি। এতে আসল ক্ষতিটা কার বা কাদের হয়েছে? আমরা একটা রত্ন হারাচ্ছি – রত্ন তো একটা পাথরই! তাঁর থেকে আমরা আবেগ কেন চাইবো! রত্নকে আমরা কাজে লাগাবো।”

মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন… বাংলাদেশ সরকার থেকে যে পরিস্কার ম্যাসেজটা আছে- যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। আমরা মনে করি, সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন।

editor

Related Articles

3 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • MD.AMINUL ISLAM , October 4, 2024 @ 2:57 pm

    সাকিবের জনপ্রিয়তা ধ্বংসের জন্যই তাকে হত্যা মামলার আসামী করা হয়েছে। সে দেশে এসে মাঠে অবসর গমনের ঘোষণা দিয়ে স্টেডিয়ামের গেটে গেলেই তাকে গ্রেফতার করা হবে।
    নিরাপত্তার মিষ্টি কথায় বিশ্বাস করে দেশে আসলে এটা হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল।

  • Dolly , October 7, 2024 @ 7:11 am

    He should be forgiven & given the chance to win more trophies for our country.

  • Mithil , October 9, 2024 @ 7:39 am

    আমার মতে জে ভাবে ওই হক সাকিব আল হাসান কে ঘরের মাটিতে তার ইচ্ছা অনুযায়ী শেষ ম্যাচ টা খেলানো হক ,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *