সাকিবের ব্যাটে ব্যর্থতা, বল হাতে জয়ে বড় ভূমিকা

সাকিবের ব্যাটে ব্যর্থতা, বল হাতে জয়ে বড় ভূমিকা

অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস টানা দ্বিতীয় জয় পেলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। তবে বল হাতে এক ওভারেই এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। শেষ পর্যন্ত ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে হারায় ফ্যালকনস।

প্রথমে ব্যাট করতে নেমে ফ্যালকনস গড়ে ৬ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ। ওপেনার জুয়েল অ্যান্ড্রু (২২) ও সাকিব আল হাসান (১৩ বলে ৭) হতাশ করলেও দৃঢ় ছিলেন অধিনায়ক ইমাদ ওয়াসিম। তিনি করেন ২৭ বলে ৩৯ রান। এরপর ঝড় তোলেন ফ্যাবিয়ান অ্যালেন—মাত্র ২০ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে ভর করে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন। শেষ দিকে শামার স্প্রিংগারের ছোট ক্যামিওয়েও যোগ হয় বাড়তি রান।

ত্রিনবাগোর হয়ে সবচেয়ে কিপটে ছিলেন সুনিল নারিন (৪-০-১৭-০)। উসমান তারিক ও নাথান এডওয়ার্ড নেন ২টি করে উইকেট।

১৬৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করে ত্রিনবাগো। কলিন মানরোর ১৮ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংসে এগিয়ে যায় দল। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে তারা। কেসি কার্টি (৩৫), নিকোলাস পুরান (১০) ও ড্যারেন ব্রাভো (২) ব্যর্থ হন বড় ইনিংস খেলতে।

ইনিংসের ১৩তম ওভারে বল হাতে আসেন সাকিব। মাত্র ২ রান খরচ করে তুলে নেন ড্যারেন ব্রাভোর উইকেট। এক ওভারই বোলিং করলেও ম্যাচে রাখেন অবদান। বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ওবেদ ম্যাককয়—৪ ওভারে ৩৯ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।

শেষ দিকে কায়রন পোলার্ড লড়াই চালালেও জয় পায়নি ত্রিনবাগো। তার ২৮ বলে ৪৩ রানের ইনিংস সান্ত্বনা ছাড়া আর কিছু দিতে পারেনি। শেষ ওভারে ১৪ রান দরকার ছিল, কিন্তু নিতে পারে মাত্র ৫। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে তাদের ইনিংস থামে ১৫৯ রানে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *