বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে।
রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি বলেন, “সামিট সফল হয়েছে কি না, তা এখনই বলা যাবে না—সময়ই তার প্রমাণ দেবে। দশে দশ না পেলেও বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ ছিল স্পষ্ট।”
আশিক মাহমুদ জানান, সম্মেলনে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে। পাশাপাশি দেশে বিনিয়োগ বাড়াতে প্রতিবছর একাধিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের পরামর্শ দেন তিনি।
সামিটে বিডার ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা, যার মধ্যে সরকারের অংশ ১ কোটি ৪৫ লাখ টাকা।
তিনি আরও স্পষ্ট করে বলেন, “এই ঘোষিত বিনিয়োগ পুরোপুরি সামিটের অর্জন নয়। এটি পূর্বের চলমান আলোচনার ফল। তাই কেবল এই সম্মেলনের সাফল্য বলেই একে দেখার সুযোগ নেই।”