ক্রিকেট মাঠে অবিশ্বাস্য সব ঘটনা ঘটেই থাকে। তবে এক বলে ২২ রান—শুনতে যতই অসম্ভব মনে হোক, এবার সেটিই দেখা গেল স্বীকৃত ক্রিকেটে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসের পেসার ওশান থমাস এক ওভারে দিলেন ৩৩ রান, যার মধ্যে এক বৈধ বলেই উঠেছে ২২ রান!
ড্যারেন স্যামি স্টেডিয়ামে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে ১৫তম ওভারে বল করতে আসেন থমাস। তার প্রথম দুই বল থেকে আসে ৪ রান—একটি ডট ও একটি চার। তৃতীয় বলটি ছিল নো বল, ফলে আসে ফ্রি হিট। সেই ফ্রি হিটে আবার ওয়াইড দেন থমাস, তাই ফ্রি হিট থেকে যায়। এরপর টানা দুইটি নো বল করেন তিনি, আর সেই সুযোগ কাজে লাগিয়ে দুই বলেই ছক্কা হাঁকান রোমারিও শেফার্ড।
অবশেষে বৈধ ডেলিভারি দিতে পারলেও সেটিও ছিল ফ্রি হিট, আর সেই বলেও ছক্কা হাঁকান শেফার্ড। টানা তিন ছক্কার সঙ্গে ১ ওয়াইড ও ৩ নো বলে ওই এক বৈধ বলেই যোগ হয় ২২ রান। ওভারের শেষ বলে পাকিস্তানের ইফতিখার আহমেদ ছক্কা হাঁকালেও ততক্ষণে ওভারে উঠে গেছে ৩৩ রান।
তবে এমন ভয়াবহ ওভার দিয়েও জয় পায় থমাসের দল সেন্ট লুসিয়া কিংস। গায়ানার ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় তুলে নেয় তারা।