সিপিএলে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে সবাইকে চমকে দিলেন সাকিব

সিপিএলে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে সবাইকে চমকে দিলেন সাকিব

অ্যান্টিগার মাটিতে আবারও আলো ছড়ালেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ের সময় হেলমেটের ফিতা দাঁতে চেপে ধরা—নিজস্ব ভঙ্গিতে খেলে যাচ্ছেন চোখ ধাঁধানো সব ইনিংস। আগের ম্যাচে ব্যাট হাতে ২৫ এবং বল হাতে ৩ উইকেট নেওয়ার পর সিপিএলেও আবারও জ্বলে উঠলেন একসময়কার বিশ্বসেরা অলরাউন্ডার।

আজ সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। দলীয় ৫১ রানে দ্বিতীয় উইকেট হারালে ক্রিজে আসেন সাকিব। সতর্ক শুরু করলেও দ্রুত শট খেলতে শুরু করেন তিনি। একের পর এক বাউন্ডারি-ছক্কায় ইনিংস সাজিয়ে ফেলেন ঝড়ের গতিতে। মাত্র ২০ বলে ফিফটি পূর্ণ করে গড়েন অ্যান্টিগার হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড। শেষ পর্যন্ত ২৬ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলে থামেন তিনি।

তাঁর সঙ্গী আমির জাঙ্গুও খেলেছেন দায়িত্বশীল ইনিংস—৪৩ বলে ৫৬ রান। তবে আসল তাণ্ডব আসে শেষ দিকে। ফ্যাবিয়ান অ্যালেন মাত্র ১৭ বলে করেন ৩৮ রান। তাদের ঝড়ো ব্যাটিংয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস নির্ধারিত ২০ ওভারে তোলে ২০৪ রানের বিশাল সংগ্রহ।

সাকিবের এই ইনিংস কেবল তাঁর সিপিএল ক্যারিয়ারের সেরা নয়, বরং বিদেশি খেলোয়াড়দের মধ্যে লিগ ইতিহাসের পঞ্চম দ্রুততম ফিফটি। আবারও প্রমাণ করলেন, সুযোগ পেলে তিনি এখনো যেকোনো মঞ্চে বিশ্বকে তাক লাগাতে পারেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *