কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে রোমাঞ্চের চরম উত্তেজনায় ভরপুর ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে সমতা—তারপর সুপার ওভার, সেখানে আবারও নাটকীয়তা। শেষ পর্যন্ত প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে হাসি ফুটেছে টাইগার শিবিরে।
টাই হওয়া ম্যাচে ফিল্ডিং ভুলে বিপাকে বাংলাদেশ
১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শেষ বলে ৪ রান প্রয়োজন থাকা অবস্থায় দুই রান সম্পন্নের পর আকবর আলির ভুলে তৃতীয় রান নেওয়ার সুযোগ পেয়ে ম্যাচ টাই করে। বাংলাদেশের ক্যাচ ও ফিল্ডিং ভুলে ম্যাচটি শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে ছিল।
সুপার ওভারে রিপনের ম্যাজিক
সুপার ওভারে বল হাতে জাদু দেখান রিপন মন্ডল। টানা দুই বলে ভারত হারায় দুই উইকেট। ভারত শেষ পর্যন্ত তেমন রান তুলতে পারেনি, ফলে বাংলাদেশের সামনে দাঁড়ায় মাত্র ১ রানের সহজ লক্ষ্য।
সহজ লক্ষ্যেও উত্তেজনা—শেষ রক্ষা ভারতের ওয়াইডে
কিন্তু সহজ এই টার্গেটও কঠিন করে ফেলেন ইয়াসির আলি রাব্বি। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন তিনি। আবারও দুশ্চিন্তা তৈরি হলেও শেষ পর্যন্ত ভারতীয় স্পিনার সুয়াশ শর্মার ওয়াইড বল বাংলাদেশকে ফাইনালে পৌঁছে দেয়।
আগে ব্যাট করে ১৯৪ রানে বাংলাদেশ
টস হেরে আগে ব্যাট করে হাবিবুর রহমান সোহান (৬৫) ও জিসান আলমের ঝড়ো শুরুতে দ্রুত রান তোলে বাংলাদেশ। তবে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় মাঝপথে চাপে পড়ে দল। শেষদিকে মেহেরব ও ইয়াসির রাব্বির দারুণ ব্যাটিংয়ে দল পায় ১৯৪ রানের লড়াকু স্কোর।
ভারতের লড়াই ও শেষ ওভারের নাটকীয়তা
জবাবে ভারতের ওপেনাররা দ্রুত রান তোলে। শেষ ওভারে তাদের দরকার ছিল ১৬ রান। রাকিবুল প্রথম দুই বলে মাত্র ২ রান দিলেও পরের দুই বলে বাউন্ডারি হজম করেন। শেষ দুই বলে দরকার ছিল ৪ রান—৪, ৩ বা ২ নয়, ভারত নিতে পারে ৩ রান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
২৩ নভেম্বর ফাইনালে বাংলাদেশ
দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’-এর বিজয়ীর মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর।

