এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। সোমবার (৬ অক্টোবর) সকালে লন্ডন থেকে দেশে পৌঁছে সরাসরি টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে যোগ দেন এই ইংল্যান্ড–প্রবাসী ডিফেন্ডার।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান হামজা। বিকেলেই দলের সঙ্গে অনুশীলনে নামার কথা রয়েছে তার।
বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা আগের দিন জানিয়েছিলেন, যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে হামজা তিনটি অনুশীলন সেশনে অংশ নেবেন।
শনিবার লেস্টার সিটির হয়ে সোয়ানসি সিটির বিপক্ষে মাঠে নামেননি হামজা, ফলে জাতীয় দলের হয়ে খেলতে আসায় তিনি রয়েছেন পুরোপুরি সতেজ ও ফুরফুরে মেজাজে।
এদিকে, কানাডা প্রবাসী আরেক বাংলাদেশি ফুটবলার শমিত সোম মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন কোচ কাবরেরা। তার ক্লাব কাভালরি এফসি সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচ খেলবে, এরপরই তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে বাংলাদেশের হোম ম্যাচটি। এরপর ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।