হঠাৎ সাইফকে বিশেষ বার্তা পাঠিয়ে যা বললেন শাকিব খান

হঠাৎ সাইফকে বিশেষ বার্তা পাঠিয়ে যা বললেন শাকিব খান

গতবারের মতো এবারও বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিক থাকছেন ঢালিউড বাদশা শাকিব খান। ইতোমধ্যে তার দলে নাম লিখিয়েছেন ওপেনার সাইফ হাসান ও পেসার তাসকিন আহমেদ।

এর পাশাপাশি সাইফ এবার আবুধাবি টি-টেন লিগেও খেলবেন। অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে এবারের আসর মাতাবেন তিনি। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তি হওয়ার দিনই শাকিব খান সাইফকে আবুধাবি টুর্নামেন্টের জন্য শুভকামনা জানিয়েছেন।

সাইফ রোববার গণমাধ্যমকে বলেন, “সাইনিংয়ের দিন কথা হয়েছিল শাকিব ভাইয়ের সঙ্গে, শুভকামনা জানিয়েছে। আশা করছি ভালো কিছু করতে পারব।”

এনওসি পাওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন সাইফ। তিনি বলেন, “বিসিবিকে ধন্যবাদ, যেহেতু এনওসি দিয়েছে। আয়ারল্যান্ড সিরিজের কারণে পুরো টুর্নামেন্ট খেলতে পারব না, তাই হাফ এনওসি দিয়েছে। আমার জন্য এটা ভালো প্র্যাকটিস হবে। তাসকিন ভাই গিয়েছে, রিশাদ বিগব্যাশ খেলবে।”

জাতীয় দলে প্রত্যাবর্তনের পর সাইফ এশিয়া কাপ এবং আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছেন। তিনি আরও বলেন, “গত কিছু টুর্নামেন্ট নিয়মিত খেলছি, গ্লোবাল টুর্নামেন্টও খেলেছি। বিপিএলেও নিয়মিত অংশ নিচ্ছি। এগুলো খেলে নিজের প্রস্তুতি বাড়ছে, অভিজ্ঞতা বৃদ্ধি পাচ্ছে। চেষ্টা করব নিজের প্রসেস ঠিক রাখার। কষ্ট করলে অবশ্যই আল্লাহ সাহায্য করবেন।”

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *