দেশের ফুটবলের তারকা হামজা চৌধুরী এবার নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছেন। তবে এই একাদশে স্থান হয়নি ফুটবল কিংবদন্তি পেলে ও দিয়েগো ম্যারাডোনার। তার বদলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের জায়গা নিশ্চিত করেছেন।
হামজা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তার স্বপ্নের একাদশ সাজিয়েছেন ৪-৩-৩ ফরমেশনে। কোচ হিসেবে তার পছন্দ পেপ গার্দিওলা। গোলরক্ষক হিসেবে রেখেছেন ম্যানুয়েল নয়ারকে।
রক্ষণভাগে স্থান পেয়েছে দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ফন ডাইক ও রবার্তো কার্লোস। মধ্যমাঠে তিনি বেছে নিয়েছেন জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা এবং এনগোলো কান্তেকে।
আক্রমণে দুই প্রান্তে খেলবেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, আর মূল স্ট্রাইকার হিসেবে থাকছেন রোনালদো নাজারিও। হামজা জানিয়েছেন, তার দলে মূলত শেষ শতাব্দীর শেষ ভাগ ও চলতি শতাব্দীর খেলোয়াড়রাই স্থান পেয়েছেন, তাই পেলে, ম্যারাডোনা বা ইয়োহান ক্রুইফের মতো কিংবদন্তিরা এবার নির্বাচনে বাদ পড়েছেন।
হামজার সেরা একাদশ:
- গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার
- রক্ষণ: দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ফন ডাইক, রবার্তো কার্লোস
- মধ্যমাঠ: জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা, এনগোলো কান্তে
- আক্রমণ: লিওনেল মেসি, রোনালদো নাজারিও, ক্রিশ্চিয়ানো রোনালদো
- কোচ: পেপ গার্দিওলা

