১২ বলে ১১ ছক্কায় অবিশ্বাসও রেকর্ড করলেন মুসলিম ক্রিকেটার

১২ বলে ১১ ছক্কায় অবিশ্বাসও রেকর্ড করলেন মুসলিম ক্রিকেটার

কেরালা ক্রিকেট লিগে রেকর্ডবুক নতুন করে লিখলেন কালীকট দলের ব্যাটসম্যান সালমান নিজার। যুরাজ সিং, কায়রন পোলার্ড, হার্শল গিবস ও রবি শাস্ত্রীদের বহু আলোচিত রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। তিরুবনন্তপুরমের গ্রীনফিল্ড স্টেডিয়ামে ত্রিভানদ্রামের বিপক্ষে ব্যাট হাতে নেমেই মাত্র ১২ বলে ১১টি ছক্কা হাঁকিয়ে চমকে দেন সবাইকে।

ম্যাচে কালীকট শুরুটা একেবারেই ভালো করতে পারেনি। ইনিংসের ১৮ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে মাত্র ১১৫ রান। ডাবল পেসের কারণে ব্যাটসম্যানদের রান তুলতে হিমশিম খেতে হচ্ছিল। ঠিক এমন সংকটময় মুহূর্তে মাঠে আসেন সালমান নিজার। ব্যাট হাতে নামতেই শুরু হয় ছয়ের ঝড়।

মাত্র ২৬ বলে খেলেন ৮৬ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১১টি বিশাল ছক্কা। তার এই ইনিংস শুধু দলকে ম্যাচে ফেরায়নি, ক্রিকেটপ্রেমীদের কাছেও তৈরি করেছে এক অবিশ্বাস্য স্মৃতি। বিশেষজ্ঞদের মতে, টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সালমান নিজারের এই ব্যাটিং হবে অন্যতম সেরা বিস্ময়।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *