ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেনকে (৬৭) ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার মসজিদবাড়ি সড়কে তাঁর শ্বশুরবাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, ৩ নভেম্বর নিজের ফেসবুক আইডি থেকে ফারুক হোসেন একটি পোস্ট দেন, যেখানে তিনি নিজেকে “দায়িত্বপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি” পরিচয়ে লিখেছিলেন, “ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত সব থানা, পৌরসভা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আগামী ১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ১০-১১-১২ তারিখ স্ব স্ব এলাকায় অবস্থান করে মিছিল করুন। বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন—‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না মানবো না, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।’”
ফেসবুক পোস্টটি প্রকাশের পর সোমবার সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশ।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ফারুক হোসেনকে আটক করা হয়েছে। তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা নিয়ে আলোচনা চলছে।”
উল্লেখ্য, জুলাই মাসের গণ–অভ্যুত্থান–সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৩ নভেম্বর।

