১৪৭ বছরের ইতিহাস গুড়িয়ে দিয়ে শততম টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মুশফিক

১৪৭ বছরের ইতিহাস গুড়িয়ে দিয়ে শততম টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মুশফিক

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে মাত্র ৮৪ জন ক্রিকেটারই ১০০ বা তার বেশি টেস্ট খেলেছেন। সেই ক্লাবে বাংলাদেশের হয়ে সর্বশেষ সংযোজন মুশফিকুর রহিম। ১০০তম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ১১ জনের সেই বিশেষ তালিকাকে পূর্ণ করলেন। নিজের ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ‘মি. ডিপেন্ডেবল’ মুশফিক নতুন উচ্চতায় পৌঁছেছেন।

টেস্ট ক্রিকেটের সূচনা হয় ১৮৭৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল কলিন কাউড্রে (১৯৬৮, ১০৪ রান)। পরের বছর প্রথম দল হিসেবে ১০০তম টেস্ট খেলে ইংল্যান্ড।

এরপর পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ (১৯৮৯, ১৪৫), ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট, পাকিস্তানের ইনজামাম উল হক, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (২০০৬, দুটি ইনিংসে ১২০ ও ১৪৩*) এবং দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (২০১২, ১৩১) ও হাশিম আমলা (২০১৭, ১৩৪) এই ক্লাবে নাম লিখিয়েছেন।

ইংল্যান্ডের জো রুট (২০২১, ২১৮) শততম টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর গড়েন এবং সর্বশেষ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২০২২, ২০০)। মুশফিকের সেঞ্চুরির মাধ্যমে এই অভিজাত একাদশ পূর্ণ হলো।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *