১ বলে ১৪ রান, বিপিএলে এই প্রথম বিশ্বরেকর্ড

১ বলে ১৪ রান, বিপিএলে এই প্রথম বিশ্বরেকর্ড

২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল চট্টগ্রাম। দরকার ছিল দারুণ এক শুরুর। সেটা চট্টগ্রাম পেয়েছে খুলনার বোলার ওশান থমাসের কল্যানে। একের পর এক নো আর ওয়াইডে এক বলেই দিয়েছেন ১৫ রান। ইনিংসের প্রথম বলে নাইম ইসলাম আউট হলেও বেঁচে গিয়েছেন। শেষ পর্যন্ত সেই বলেই উঠল ১৪ রান। তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ডও দেখল বিপিএল। 

এর আগে এক বলে ১৩ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি করেছিলেন ভারতের এই ওপেনার। সেবার ৭ রান তিনি পেয়েছিলেন নো-বল থেকে আর ১টা ছিল ছক্কার মার। 

বিস্তারিত আসছে…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *