জয়ের জন্য মাত্র তিন উইকেট দূরে ছিল বাংলাদেশ। কিন্তু তাইজুল ইসলামের ব্যক্তিগত অপেক্ষা ছিল আরও ছোট—একটি উইকেট। মিরপুর টেস্টের শেষ দিনের শুরুতেই সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি। গড়ে ফেললেন এমন এক কীর্তি, যা গত ২৫ বছরে কোনো বাংলাদেশি ক্রিকেটার পারেননি।
পঞ্চম দিনের সকালে বল হাতে সাফল্য পেতে বেশ কষ্ট করতে হয়েছে বাংলাদেশের। প্রথম ১৩ ওভারে কোনো উইকেট না পেলেও তাইজুলই খুলে দেন পথ। একটু দ্রুতগতির ডেলিভারিটি অ্যান্ডি ম্যাকব্রাইনের প্যাডে আঘাত হানলে আম্পায়ার সাড়া দেন সঙ্গে সঙ্গে। রিভিউ নিলেও বাঁচতে পারেননি ম্যাকব্রাইন—২১ রানে থামতে হয় তাকে।
আর এই আউটের সঙ্গেই ইতিহাসের পাতায় নাম লেখান তাইজুল ইসলাম। টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা বাংলাদেশের প্রথম বোলার এখন তিনি। দীর্ঘ ২৫ বছরে এমন অর্জন আর কারও হয়নি।
সিরিজের শুরুতে তাইজুলের উইকেট সংখ্যা ছিল ২৩৭। প্রথম টেস্টে ৫টি এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪টি উইকেট নিয়ে তিনি পৌঁছান ২৪৬-এ, যেখানে তিনি ছুঁয়ে ফেলেন সাকিব আল হাসানকে। আর দ্বিতীয় ইনিংসে আরও ৪ উইকেট পেয়ে পৌঁছে যান ২৫০-এর ক্লাবে।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ—৫৪ টেস্টে তার উইকেট ২০৫টি। এরপরের অবস্থানগুলোতে আছেন মোহাম্মদ রফিক (১০০) ও মাশরাফি বিন মর্তুজা (৭৮)।

