২৫ বছর পর ভারতের মাটিতে রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা

২৫ বছর পর ভারতের মাটিতে রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা

২৫ বছর পর আবারও ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। ইডেন গার্ডেন ও গুয়াহাটি—দুই ভেন্যুতেই দাপুটে পারফরম্যান্সে ভারতকে হারিয়ে ঐতিহাসিক সাফল্য তুলে নিয়েছে প্রোটিয়ারা।

সিরিজের প্রথম ম্যাচেই কলকাতায় তিন দিনের মধ্যেই গুটিয়ে যায় ভারত। ঘরের মাঠে সাম্প্রতিক সময়ের এটি ভারতের জন্য ভয়াবহ পরিসংখ্যান—সর্বশেষ সাত টেস্টের পাঁচটিতেই হারের মুখ দেখল তারা।

২০০০ সালে হান্সি ক্রনিয়ের নেতৃত্বে ভারতে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ দুই যুগ পর সেই ইতিহাসই নতুন করে লিখল প্রোটিয়ারা।

গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার দেয়া পাহাড়সম ৫৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত হার মানে ৪০৮ রানের বিশাল ব্যবধানে—রানের হিসাবে যা ভারতের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় হার।

চতুর্থ দিন ২ উইকেটে ২৭ রান নিয়ে শেষ করা ভারত পঞ্চম দিনে ৪৮ ওভার লড়ে ১১৩ রানে ৮ উইকেট হারায়। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অলআউট হয় মাত্র ১৪০ রানে। লক্ষ্য তাড়া করা শুরু থেকেই ছিল ‘অসম্ভব স্বপ্ন’—চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড মাত্র ৪১৮।

ভারতের হয়ে একমাত্র প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা। ৮৭ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস খেললেও বাকি ব্যাটাররা ছিলেন অসহায়।

প্রোটিয়া স্পিনার সাইমন হারমার ভারতের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠেন। মাত্র ৩৭ রানে নেন ৬ উইকেট; দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট। ভারতের মাটিতে চার টেস্টে তার মোট উইকেট এখন ২৭, যা ডেল স্টেইনকে ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ভারতের মাটিতে সর্বোচ্চ।

দুই টেস্টে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন হারমার। আর প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মার্কো ইয়ানসেন নির্বাচিত হয়েছেন ম্যাচসেরা।

You’ve hit the Free plan limit for GPT-5.Responses will use another model

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *