টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য নতুন গৌরবের মুহূর্ত সৃষ্টি করেছেন লিটন দাস। দেশের ইতিহাসে মাত্র ষষ্ঠ ব্যাটার হিসেবে তিনি ছুঁয়ে ফেলেছেন ৩ হাজার রানের মাইলফলক। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন।
সর্বশেষ হিসাব অনুযায়ী, লিটনের সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৩৬ রানে, যা তাকে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার (৩০২৬) কে পেছনে ফেলে পাঁচ নম্বরে তুলে এনেছে।
বাংলাদেশের শীর্ষ টেস্ট রান সংগ্রাহকদের তালিকায় এখনও আছেন—মুশফিকুর রহিম (৬৪৫০), তামিম ইকবাল (৫১৩৪), মুমিনুল হক (৪৭৭২) এবং সাকিব আল হাসান (৪৬০৯)। লিটনের এই অগ্রযাত্রা প্রমাণ করছে, ভবিষ্যতে তিনি আরও বড় মাইলফলক স্পর্শ করতে সক্ষম।

