ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া শিক্ষার্থী তাসনিয়া (১৫) মারা গেছেন। টানা ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত ২১ জুলাই বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে ভর্তি হয়েছিলেন তাসনিয়া। তার শরীরের প্রায় ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
তাসনিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়।
প্রসঙ্গত, গত ২১ জুলাই দিয়াবাড়িতে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।