অসাধারণ ব্যাটিং প্রদর্শনীর পর অবশেষে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ দল। দলীয় ৫৮৭ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ইনিংসটি ছিল বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে অন্যতম সেরা—যেখানে দুজন ব্যাটার সেঞ্চুরি করেন এবং তিনজন খেলেন পঞ্চাশোর্ধ ইনিংস।
মাঠে নামার শুরু থেকেই অধিনায়ক শান্ত ছিলেন আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক মেজাজে। একের পর এক চমৎকার শটে দ্রুত তুলে নেন নিজের পঞ্চম ফিফটি। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ১১৪ বলে ৯টি চারে সাজানো ইনিংসে করেন নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরি। এটি চলতি বছরের তার শেষ পাঁচ ইনিংসের মধ্যে তৃতীয় শতক।
তবে শতক পূর্ণ করার কিছুক্ষণ পরই এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় শান্তকে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। তবু তার দুর্দান্ত ইনিংস দলকে এনে দিয়েছে রানের পাহাড়—৫৮৭ রানের বিশাল সংগ্রহে ভর করে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

