মাত্র ৩ রানের জন্য অর্ধশতক থেকে বঞ্চিত হলেন সাব্বির রহমান। আগ্রাসী ব্যাটিংয়ে দর্শকদের মাতালেও ৪৪ বলে ৪৭ রান করে থামতে হয় এই ডানহাতি ব্যাটারকে। ঢাকা প্রিমিয়ার লিগের একাদশ রাউন্ডে ধানমন্ডি ক্লাব ও পারটেক্সের মধ্যকার ম্যাচে এমন আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাব্বির।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নামে ধানমন্ডি। ৪৯ ওভারে তাদের ইনিংস থামে ২২৯ রানে। দলের হয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রাখেন ইয়াসির আলী চৌধুরী ও মইন খান। ইয়াসির ১০৬ বল খেলে ৩ চার ও ৪ ছক্কায় করেন ৯০ রান, মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। মইন খানও দুর্দান্ত খেলেন—১০১ বলে ৮০ রান, মারেন ৭টি চার। এই দুজন ষষ্ঠ উইকেটে গড়েন ১৩৯ রানের মূল্যবান জুটি।
পারটেক্সের হয়ে শহিদুল ইসলাম দারুণ বোলিং করে তুলে নেন ৫টি উইকেট। সঙ্গে আহরার আমিন পিয়ান নেন ৩টি।
জবাবে ব্যাট করতে নেমে পারটেক্স ৩২ ওভার শেষে সংগ্রহ করে ৫ উইকেটে ১৪২ রান। সাব্বিরের ৪৭ রানের ঝড়ো ইনিংস দলকে জয়ের আশা জাগিয়ে রাখে। তার ইনিংসে ছিল ১টি চার ও ৪টি ছক্কা। ইনিংসের মাঝপথে যখন তিনি আউট হন, তখন উইকেটে ছিলেন পিয়ান, যিনি ৭৮ বলে ৩৭ রান করে খেলছিলেন। তার সঙ্গী জয়রাজ শেখ।
ম্যাচ এখনো দোদুল্যমান, তবে সাব্বিরের ইনিংস পারটেক্সের জন্য ছিল অনুপ্রেরণার উৎস।