৯৪ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে শুভসূচনা আফগানিস্তানের

৯৪ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে শুভসূচনা আফগানিস্তানের

আবুধাবিতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান তোলে তারা। ইনিংসের মূল ভরসা ছিলেন ওপেনার সেদিকউল্লাহ আতাল, যিনি ৫২ বলে অপরাজিত ৭৩ রান করেন। তাকে দারুণ সঙ্গ দেন আজমতউল্লাহ ওমরজাই, যিনি মাত্র ২০ বলে ফিফটি পূর্ণ করে ৫৩ রানে অপরাজিত থাকেন। নবীও খেলেন ৩৩ রানের ইনিংস। হংকংয়ের বোলাররা কয়েকটি সুযোগ নষ্ট করায় আফগান ব্যাটাররা বড় রান তুলতে সক্ষম হন।

জবাবে হংকং ব্যাটিংয়ে একেবারেই ব্যর্থ হয়। ২০ ওভার খেলে মাত্র ৯৪ রানেই থামে তাদের ইনিংস। দলের হয়ে বাবর হায়াত (৩৯) ও অধিনায়ক ইয়াসিম (১৬) ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। আফগানিস্তানের নাইব ও ফারুকি নেন ২টি করে উইকেট, আর রশিদ, ওমরজাই ও নুর আহমেদ শিকার করেন ১টি করে উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।

ফলাফল: আফগানিস্তান জয়ী ৯৪ রানে।
পরবর্তী ম্যাচ: আফগানিস্তান বনাম বাংলাদেশ, মঙ্গলবার।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *