হেলস কাণ্ডে বিসিবির থেকে বড় শাস্তি পেলেন তামিম

হেলস কাণ্ডে বিসিবির থেকে বড় শাস্তি পেলেন তামিম

নুরুল হাসান সোহানের অবিশ্বাস্য ইনিংসকে পাস কাটিয়ে গতকাল ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স ম্যাচে আলোচনায় চলে এসেছিল তামিম ইকবাল-অ্যালেক্স হেলস দ্বন্দ্ব। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। বৃহস্পতিবার রংপুর রাইডার্সের কাছে হারের পর ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের সাথে বাকবিতণ্ডায় জড়ান তামিম। আর তাতেই তাকে সতর্ক করে এই শাস্তি দেওয়া হয়।

ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ফিল্ড আম্পায়ারের দেওয়া রিপোর্ট ও প্রমাণ দেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এবং এটার বিরুদ্ধে তামিম আপিল করবেন না বলেও জানান তিনি।

ম্যাচ রেফারি নিয়ামুর বলেন, ‘প্রমাণ সাপেক্ষে আমরা তামিমের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলি। আমরা তাকে সতর্ক করার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছি।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শেষে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তামিম এবং হেলসকে। তামিমকে আক্রমণাত্মক ভঙ্গিতে কিছু একটা বলতে বলতে হেলসের দিকে এগিয়ে যেতে দেখা যায়।

হেলসের বিষয়ে জানতে চাইলে নেয়ামুর বলেন, ‘হেলসের বিষয়েও আমরা শুনেছি। কিন্তু তার বিরুদ্ধে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। এটাকে একপাক্ষিক বিষয় বলে মনে হয়না। তবে প্রমাণ ছাড়া আমরা কিছুই করতে পারিনা। ভিডিওতে আমরা তামিমকেই আক্রমণাত্মক ভঙ্গিতে দেখেছি এবং আমরা সেভাবেই সিদ্ধান্ত নিয়েছি। তবে তামিমকে এই ঘটনায় কোনো জরিমানা করা হয়নি।’

ম্যাচ শেষে হেলস জানান তামিম তার কাছে অতীতের একটা বিষয় নিয়ে প্রশ্ন করেছিল,যা তার ভালো লাগেনি। হেলস বলেন, ‘আমি আসলে জানিনা তার কি হয়েছিল। হতে পারে ম্যাচ হারার কারণে সে মেজাজ হারিয়েছে। সে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। আমাকে জিজ্ঞেস করে যে আমি এখনও ড্রাগ সেবন করি কিনা। মাঠের বিষয় মাঠেই শেষ হওয়া উচিত। তবে সত্যি বলতে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা হতাশাজনক।’

টান টান উত্তেজনার এ ম্যাচে নুরুল হাসান সোহানের শেষ ওভারের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৩ উইকেটে জয় পায় রংপুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *