শীতেও খোলামেলা ভিডিওতে উত্তাপ ছড়ালেন এনা সাহা

শীতেও খোলামেলা ভিডিওতে উত্তাপ ছড়ালেন এনা সাহা

অল্প বয়সেই অভিনয়ে অভিষেক ঘটে এনা সাহার। টলিপাড়ায় সাহসী অভিনেত্রী হিসেবে তার পরিচিতি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই তার বোল্ড ছবি ও ভিডিও দেখা যায়, যা বেশ জনপ্রিয় এবং পুরুষ হৃদয়ে ঝড় তুলে।

সম্প্রতি এনা একটি ভিডিও পোস্ট করেছেন, যা দেখে নেটিজেনরা নানা মন্তব্যে মেতে উঠেছেন। ভিডিওতে তাকে লাল রঙের ব্রা এবং প্যান্টিতে দেখা যাচ্ছে, সঙ্গে সাদা রঙের শার্ট পরা, যার বোতাম অর্ধেক খোলা। তার আবেদনময়ী লুক দেখে ভক্তদের চোখ ফেরানো দুষ্কর হয়ে ওঠে।

কিছু মন্তব্যে লেখা হয়েছে, “শীতেও খোলামেলা পোশাক পরছেন এনা!” আবার কেউ লিখেছেন, “এনার কি শীত লাগছে না?” কেউ আবার তার উত্তাপ ছড়ানো পোশাকের সমালোচনাও করেছেন।

এনা সবসময়ই নিজের সাহসী ছবি ও ভিডিও পোস্ট করতে পিছপা হননি। কখনো বিকিনি, কখনো বা খোলামেলা পোশাকে তিনি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। এসব কারণে একাধিক বার ট্রোলের শিকারও হয়েছেন তিনি, তবে সেসব নিয়ে খুব একটা ভাবেন না এনা।

অভিনয়ের দিক থেকেও এনার প্রশংসা রয়েছে। ছোট বয়সে অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজক হিসেবেও কাজ করছেন। তার প্রযোজিত দুটি ছবি হলো ‘চিনে বাদাম’ এবং ‘SOS কলকাতা’। এছাড়া, ‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কউ’, ‘বন্ধন’সহ একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি, নিজের ওজন নিয়ে মাঝে মাঝে ট্রোলের মুখে পড়তে হয় এনা সাহাকে। তবে বর্তমানে সে তার ওজন কমানোর জন্য কঠোর পরিশ্রম করছেন। কিছুদিন অভিনয় থেকে বিরত থাকলেও এখন তিনি আবার ক্যামেরার সামনে ফিরে আসার জন্য প্রস্তুত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *