পিএসএলে লাহোর কালান্দার্সেরে সুযোগ পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন রিশাদ

পিএসএলে লাহোর কালান্দার্সেরে সুযোগ পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন রিশাদ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন। এছাড়া আরও দুটি বাংলাদেশি ক্রিকেটার পিএসএলে অংশগ্রহণ করবেন। নাহিদ রানা পেশোয়ার জালমি দলে স্থান পেয়েছেন, আর লিটন দাস করাচি কিংসে যুক্ত হয়েছেন।

একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাচ্ছেন রিশাদ। পিএসএলে সুযোগ পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এই টাইগার লেগি, এবং বলেছেন, “আলহামদুলিল্লাহ।” তবে বর্তমানে তার সব মনোযোগ বিপিএলের দল ফরচুন বরিশালের প্রতি।

চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিশাদ জানিয়েছেন, “কোনো জায়গায় সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। আমি কিছু আশা করি না, যেমন আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল। আপাতত বিপিএলে ফোকাস করছি। যখন সুযোগ আসবে, চেষ্টা করব। আমার এজেন্ট আমাকে বলেছিল যে, তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছো। আমি আগে থেকেই জানতাম, তাই স্বাভাবিক ছিলাম।”

পিএসএলে তিনটি বাংলাদেশি খেলোয়াড় সুযোগ পেয়েছেন। এই সংখ্যাটা বাড়ানো নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা এমন প্রশ্নে রিশাদ বলেন, “না, আক্ষেপ নেই। সামনে আরও ভালো করলে ইনশাল্লাহ আরো ৩-৪ জনের বেশি সুযোগ আসবে। কোনো কিছু নিয়ে আক্ষেপ না থাকাই ভালো। আমরা তো চাইব ১২-১৫ জন খেলোয়াড় বাইরের লিগগুলো খেলুক। বিপিএলের মতো সুন্দরভাবে আমাদের দেশের খেলোয়াড়রা ভবিষ্যতে আরও বড় টুর্নামেন্টে অংশ নিক, এমনটাই আশা।”

পিএসএলে দলের সদস্য হওয়ার পর বরিশালের অধিনায়ক তামিম ইকবাল কী প্রতিক্রিয়া জানিয়েছেন, জানতে চাওয়া হলে রিশাদ জানান, “তামিম ভাই অভিনন্দন জানিয়েছে। বলেছে, ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবো।”

বিগ ব্যাশে না যেতে পারার ব্যাপারে রিশাদ বলেন, “যেহেতু যেতে পারিনি, তাই বুঝতে পারছি না কী ভালো হত। আল্লাহ লিখে রেখেছেন, যেহেতু যেতে পারিনি, সামনে ভালো কিছু হবে। তাই এটা নিয়ে চিন্তা করছি না।”

বর্তমানে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন রিশাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *