এবার ‘আয়নাঘর’ নিয়ে যা বোলো প্রধান উপদেষ্টা

এবার ‘আয়নাঘর’ নিয়ে যা বোলো প্রধান উপদেষ্টা

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি জানিয়ে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ বা ‘আয়নাঘর’ পরিদর্শনের জন্য অনুরোধ করেন। তাদের মতে, প্রধান উপদেষ্টা যদি আয়নাঘর পরিদর্শন করেন, তাহলে গুমের শিকার ব্যক্তিরা কিছুটা আশ্বস্ত ও অভয় পাবেন।

বৈঠকে গুমের কয়েকটি ঘটনা নিয়ে নৃশংস বর্ণনা প্রদান করা হয়। এমনকি ছয় বছরের শিশুকেও গুমের শিকার হতে হয়েছে, এমন তথ্যও উঠে এসেছে তদন্তে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের তদন্তে উঠে আসা ঘটনাগুলো শুনে গা শিউরে উঠেছে। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *