জনগণ কে কাছে টেনে কাকে হুমকি দিলেন তারেক রহমান?

জনগণ কে কাছে টেনে কাকে হুমকি দিলেন তারেক রহমান?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হতে পারে, তা আমরা ৫ আগস্টে দেখেছি। ৫ আগস্ট থেকে অনেক কিছু শেখার এবং বোঝার আছে।” মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে খুলনা জেলা, মহানগর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “৩১ দফা আমরা জনগণের কাছে নিয়ে যাব। এই ৩১ দফার মাধ্যমে আমাদেরকে অনুধাবন করতে হবে, তা বাস্তবায়ন করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। যদি জনগণের কাছ থেকে দূরে চলে যাই, তাহলে ৫ আগস্টের পরিণতি হবে। যে কোনো রাজনৈতিক দলই হোক, ৫ আগস্টের পরিণতির বাইরে থাকতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে এবং তাদের সঙ্গে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “এই দেশটির মালিক জনগণ। জনগণই আমাদের জনপ্রিয়তা নির্ধারণ করবে।”

তারেক রহমান বলেন, “দলমত নির্বিশেষে সাধারণ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা নষ্ট করার চেষ্টা করলে, তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা তাকে শেল্টার দেব না। এখানে দলের স্বার্থপর হওয়া জরুরি।”

তিনি আরো বলেন, “বিগত ১৫ বছরে আমরা দেখেছি, দেশ সামগ্রিকভাবে পিছিয়ে গেছে। বাংলাদেশের প্রতিটি সেক্টরই পিছিয়েছে। দেশের মানুষকে মুক্তি দিতে হলে, দুইটি বিষয় নিশ্চিত করতে হবে—একটি রাজনৈতিক অধিকার এবং আরেকটি সকল শ্রেণির মানুষের অর্থনৈতিক অধিকার। এই দুটি বাস্তবায়নে বিএনপি কাজ করছে, আর জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *