বিপিএলে ভাল খলে ইংল্যান্ডের কাউন্টির যে দলে ডাক পেলেন শরিফুল ইসলাম

বিপিএলে ভাল খলে ইংল্যান্ডের কাউন্টির যে দলে ডাক পেলেন শরিফুল ইসলাম

আগামী মে-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ব্লাস্ট, যার সূচনা হবে ২৯ মে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। ‘দ্যা ডেইলি সান’ পত্রিকা জানিয়েছে যে, এসেক্স ক্লাব শরিফুলকে মে মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ের জন্য দলে নিতে চায়।

শরিফুলের অংশগ্রহণ নির্ভর করছে বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার উপর। এর আগে, আইপিএলে ডাক পাওয়ার সময় শরিফুলের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিসিবি তাকে এনওসি দেয়নি। টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেছেন, “সে আমাদের এখনও কিছু জানায়নি। নির্ধারিত সময়ের মধ্যে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।”

তবে, ওই সময়টাই টাইগারদের জন্য বেশ ব্যস্ত সূচি হয়ে দাঁড়াবে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ মে মাসে পাকিস্তান সফরে যাবে, যেখানে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজও রয়েছে।

শরিফুল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাননি, তবে এতে তার কোন আক্ষেপ নেই। সাম্প্রতিক সময়ে বিপিএলে ধারাবাহিক পারফর্ম করেছেন এই পেসার, যার মধ্যে চলতি আসরে ১০ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন। এর আগে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং শ্রীলঙ্কার এলপিএলেও খেলেছেন শরিফুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *