যে কারনে নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার

যে কারনে নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার

জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হান্নান সরকার। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া হান্নান এক বছরের মাথায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিসিবি সূত্রে বিডিক্রিকটাইম নিশ্চিত করেছে যে, হান্নান সরকার এক মাসের নোটিশ দিয়ে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন। ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিডিক্রিকটাইমকে জানান, “এমন একটা খবর আমি জানি, তবে পদত্যাগপত্র তো আমার কাছে জমা দেয়নি; সেটা চেয়ারম্যানের কাছে যাবে।” বর্তমানে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম।

জাতীয় দলে কাজ শুরু করার আগে হান্নান সরকার বয়সভিত্তিক দলে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক ছিলেন এবং ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের নির্বাচকও ছিলেন। দীর্ঘদিন বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করার পর, মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারের দায়িত্ব শেষ হলে হান্নান সরকারকে জাতীয় দলে আনা হয়। হান্নান নির্বাচক হিসেবে যোগ দেয়ার পর প্রধান নির্বাচক হন গাজী আশরাফ হোসেন লিপু।

লিপুর অধীনে ১ বছরের মেয়াদে নির্বাচক প্যানেল বেশ কিছু সাহসী ও অজনপ্রিয় সিদ্ধান্ত নিয়ে প্রশংসা পেয়েছে। তারা প্রতিটি জায়গার জন্য ক্রিকেটারদের দলে নেওয়া এবং বাদ দেওয়ার যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন।

হান্নানের বিদায়ের পর নির্বাচক প্যানেলে প্রধান নির্বাচক লিপুর পাশাপাশি এখন বাকি রয়েছেন আবদুর রাজ্জাক রাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *