বাংলাদেশ ছাড়ার আগে ফেসবুকে যা লিখে গেলেন রাজশাহীর বিদেশী ক্রিকেটার

বাংলাদেশ ছাড়ার আগে ফেসবুকে যা লিখে গেলেন রাজশাহীর বিদেশী ক্রিকেটার

বাংলাদেশ ছেড়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে গেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে অংশগ্রহণ করেছিলেন তিনি এবং টুর্নামেন্টে নিজেকে যথেষ্ট ভালোভাবে প্রমাণ করেছেন। অলরাউন্ডার হিসেবে তার দায়িত্ব পালন ছিল প্রশংসনীয়, এবং দুর্বার রাজশাহীকে প্লে-অফের দোরগোড়ায় পৌঁছাতে সাহায্য করেছিলেন।

তবে মাঠের বাইরের নানা ঘটনার প্রভাবে দলের অন্য সদস্যদের মতো রায়ান বার্লকেও ভুগতে হয়েছিল। শেষ পর্যন্ত দুর্বার রাজশাহী বিদায় নিলেও রায়ান বার্লের দেশে ফিরে যাওয়ার বিষয়টি ছিল অনিশ্চিত।

তবে, দেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর, জিম্বাবুয়ের এই অলরাউন্ডার ইথিওপিয়ান এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। বিদায়ের সময় নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং উল্লেখ করেছেন, গত ৫ সপ্তাহ তিনি কখনোই ভুলবেন না।

বার্ল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “নিশ্চিতভাবেই এই ভ্রমণটি ভুলবার মতো নয়। বাংলাদেশে বিগত ৫ সপ্তাহে যে সমর্থন পেয়েছি, তার জন্য সকল ভক্ত ও বন্ধুদের আমি ধন্যবাদ জানাই।” চলতি বিপিএলে দুর্বার রাজশাহী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রায়ান বার্ল। ১০ ইনিংসে ১টি ফিফটির সাহায্যে ২৯৩ রান সংগ্রহ করেছেন এবং বল হাতে নিয়েছেন ৭ উইকেট। বেতন ইস্যু নিয়ে এক ম্যাচ বর্জন ছাড়া পুরো সময়ই তিনি দলের সঙ্গে ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *